ফেসবুক আইডির বিরুদ্ধে জেনিথ লাইফের কর্মকর্তার জিডি

11

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে নিয়ে অশ্লীল অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘বীমা সহায়তা ও সমালোচক’ নামের একটি ‘ভুয়া’ ফেসবুক আইডির বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।

 

জিডিতে উল্লেখ করা হয়েছে, ফেসবুক আইডিটি থেকে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নূরুজ্জামানের ছবি আপলোড করে বিভিন্ন মানহানিকর মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের পাশাপাশি সিইও ব্যক্তিগতভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। কোম্পানির কর্মী ও গ্রাহকরা বিষয়টি অবগত করলে কর্তৃপক্ষ জিডি করার সিদ্ধান্ত নেয়।

নিজাম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে কুচক্রী মহল জেনিথ লাইফের বিরুদ্ধে অশ্লীল অপপ্রচার চালাচ্ছে। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। প্রয়োজনে ভবিষ্যতে মামলা করা হবে।”

জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নূরুজ্জামান বলেন, “ভুয়া আইডির মাধ্যমে অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এর লাগাম টানা না গেলে ব্যক্তিগত হয়রানি বাড়ার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের ঝুঁকি তৈরি হবে।”

নিজাম উদ্দিন গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “ভুয়া আইডি থেকে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”